গান শোনা, ভিডিও কল কিংবা চ্যাটিং করার সময় যদি চার্জ না থাকার কারণে হাতের মোবাইলটি বন্ধ হয়ে যায়, তাহলে বিরক্তের আর সীমা থাকে না। এমন সমস্যায় সবচেয়ে বেশি পড়ে থাকেন স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে আর বিরক্ত নয় এখন থেকে চার্জার ছাড়াই যেকোন স্থান থেকে চার্জ নেবে আপনার প্রিয় মোবাইলটি।
সম্প্রতি একদল মার্কিন বৈজ্ঞানিক এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা রেডিও ফ্রিকুয়েন্সিকে বিদ্যুতে পরিণত করছে। ফলে এমন সমস্ত ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সি ধরতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে তা সবই চার্জ করা সম্ভব হবে। প্রযুক্তিটি একটি কেস বা কভারের মতো। যেটা ফোনের সিগনাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় আপনার মোবাইলে পাঠিয়ে দেয়। যার ফলে মোবাইল আপনাআপনি চার্জ হতে থাকে।
আমেরিকার নিকোলা ল্যাবস এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আগামী এক বছরের মধ্যেই এই প্রযুক্তিটি বাজারে নিয়ে আসতে পারবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।