muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সাঁড়াশি অভিযান শেষ হতে না হতেই এবার মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শেষ হতে না হতেই এবার কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের থানাপাড়ার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে এ হুমকি দেয়া হয়।

প্রাণনাশের হুমকি পেয়ে সেবায়েত আর তার পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সেবায়েত নব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।’ এমন হুমকি পেয়ে নব কুমার তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান।

জানতে চাইলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র‌্যাবকে অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে।

বিপত্নীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করেন। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনো দিন সমস্যায় পড়েননি। তবে ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, এরকম অভিযোগ পাওয়ার পর সেখানে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরীকে পাঠানো হয়েছিলো। যে নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছিল সে নাম্বারে কথা বলা হয়েছে। কিন্তু সে অস্বীকার করেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

Tags: