muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান ফিলিস্তিনের

আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান ফিলিস্তিনের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে ব্যাপকহারে রকেট হামলা চালালে এর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরাইলও। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় আরব লীগকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

রোববার আরব লীগে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি মোহান্নাদ আকলোক এ আহ্বান জানান। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি জরুরি বৈঠক করার অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।

আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

শেষ খবর পাওয়া পযর্ন্ত হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরাইলে ৪০০ জন নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া দু দেশের আহত হয়েছে অন্তত ৪ হাজার বেশি মানুষ।

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেনে জানিয়েছে, এই হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ ইসরাইলি নিখোঁজ রয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণে রাফাহ থেকে উত্তরে বেইট হানুন এলাকা পর্যন্ত বেশ কয়েকটি শহরে বাড়িঘর ভেঙে গেছে। গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ২০ শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় নিহতদের মধ্যে ২০ শিশু এবং কমপক্ষে আরও ১২০ জন নাবালক আহত হয়েছে। সূত্র: আলজাজিরা

Tags: