কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ গ্রাম হেরোইন, ৪কেজি ৮শত গ্রাম গাঁজা উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ ৯ আসামী কে গ্রেফতার করে। শনিবার দিন ইটনা থানার ওসি জাকির রাব্বানী সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে সদরের পশ্চিমগ্রাম সড়কহাটি জলিল মিয়ার বসতঘর থেকে হেরোইন কেনা-বেচার সময় ২৯ গ্রাম হেরোইনসহ মৃত জলিল মিয়ার ছেলে (১) কন্ঠশিল্পী আতাউর রহমান ৩৫, পুরানহাটি গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে (২) মিজান মিয়া ৩৫, নয়াহাটি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে (৩) এরশাদ মিয়া ৩৫, ও বিকালে মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিন মেম্বারের দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৪কেজি ৮শত গ্রাম গাঁজাসহ মৃগা ইউনিয়নের শান্তি পুর গ্রামের বোছন আলীর ছেলে (১) জজ মিয়া ২৩, একই গ্রামের রাশিদ মিয়ার ছেলে(২) শেখ ফরিদ ২২, করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মনসন্তোশ গ্রামের মজলু মিয়ার ছেলে(৩) উসমান গুনি সুমন ২৩, সন্ধ্যায় ওয়ারেন্ট ভুক্ত আসামী জয়সিদ্ধী ইউনিয়নের বীরকুল পুর্বহাটি গ্রামের মৃত ছাদির খাঁর ছেলে (১) তোতা খাঁ ৬৬, তার দুই ছেলে (২) রফিকুল খাঁ (৩) সাইফুল ইসলাম খাঁ কে গ্রেফতার করা হয়।
ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ইটনা বাসীর সহযোগীতায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে কাজ করছি। উপজেলার যুব সমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিদের কে ইটনা থানার মামলায় কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।