এস এ পরিবহনের প্রধান কার্যালয়ের পার্সেল ডেলিভারি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় পার্সেলের মধ্যে আতশবাজি বা পটকা ধরনের কিছু থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, কাকরাইলে এস এ পরিবহনের গুদামে ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট এখানে ১০টা ১৫ মিনিটে উপস্থিত হয়। এরপর একে একে এখানে ১২টি ইউনিট আসে, এবং অগ্নিনির্বাপণে অংশগ্রহণ করে। ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি বলেন, গোডাউনে পার্সেলের মধ্যে আতশবাজি বা পটকা ধরনের কিছু থেকে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।
এর আগে, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।