muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতি মাহামুদ মিম (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহামুদ মিম ওই গ্রামের জাকারিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির উঠানে গরুর খামারে দাদি মনোয়ার (৭০) বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পর্শ লাগলে নাতি মাহামুদ মিম দাদিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পর্শ হয়। পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে থেকে দাদি ও নাতিকে উদ্ধার করে আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাতিকে মৃত ঘোষণা করেন। তবে দাদি মনোয়ার বেগম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: