শাহিন নবাব, বিশেষ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব ফারুক মিয়া তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এখন থেকেই সাধারণ জনগনের সাথে মাঠে নেমে কাজ শুরু করেছেন।
অবহেলিত এই ইউনিয়নকে নিয়ে তার স্বপ্ন অনেক। এই প্রতিবেদকের কাছে তিনি জানান, বিগত বছরগুলোতে তার এই ওয়ার্ডে কোন উন্নয়নমূলক কার্যক্রম প্রায় হয়নি বললেই চলে। ফলে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, মসজিদ সহ অনেক বিষয়ই অবহেলিতভাবে পড়ে আছে। প্রসঙ্গতঃ তিনি বিশেষ তিনটি রাস্তার কথা উল্লেখ করেন। সেগুলো হলো, শ্রীমন্তপুর ইব্রাহীম ডাক্তারের বাড়ী হতে মোস্তফা মাস্টারের বাড়ী পর্যন্ত রাস্তা, শ্রীমন্তপুর মেইন রোড হতে মোড়লবাড়ী পর্যন্ত রাস্তা এবং স্বাধীনবাজার থেকে শিমুলিয়া পর্যন্ত রাস্তা এই তিনটি রাস্তা নির্মান অতি জরুরী ভিত্তিতে শুরু করা প্রয়োজন। কারণ এই রাস্তাগুলি সম্পূর্ণ কাঁচা। বিভিন্ন জায়গায় জায়গায় ভাঙ্গা এই রাস্তাগুলি বর্ষার দিয়ে ভয়াবহ রূপ ধারণ করে। হাটু পর্যন্ত কাদাঁ ভেঙ্গে এলাকার লোকজনকে চলাফেরা করতে হয়। এছাড়া শুকনা মৌসুমেও এই রাস্তাগুলি দিয়ে গাড়ী বা রিক্সা চলাচল প্রায় অসম্ভব। রাস্তাগুলি আশু নির্মাণের জন্য তিনি এই প্রতিবেদকের মাধ্যমে সরকারের দৃষ্টিতে আনার জন্য মুক্তিযোদ্ধার কণ্ঠকে অনুরোধ জানান।
এছাড়া জুম্মাবাড়ী মসজিদ, শ্রীমন্তপুর ও করাচীঘাট মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণ করা প্রয়োজন বলে তিনি জানান।
মেম্বারবৃন্দঃ বা থেকে মোঃ ফারুক মিয়া, কা ন মিয়া, হেলেনা আক্তার, জিন্নাত আলী। ছবিঃ শাহিন নবাব।
১ নং রশিদাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার জনাব জিন্নাত আলী তিনি তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আদর্শ, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার কাজে সফলতা লাভের জন্য সকলের সহায়তা কামনা করেন।
১ নং রশিদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নব-নির্বাচিত মেম্বার মোঃ কা ন মিয়া বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন তথা আদর্শ গ্রাম গড়ার কাজে মনোনিবেশ করবেন বলে জানান।
১ নং রশিদাবাদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হেলেনা আক্তার আদর্শ সমাজন ব্যবস্থা, নারী উন্নয়ন ও নিরক্ষরতামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০৬-২০১৬ইং/ অর্থ