বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আর জন্মদিনে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশি ওপেনার লিটন দাশ। সেই ম্যাচেই কিনা প্রথম বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে মারতে গিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির ক্যাচ হয়ে ফেরেন তিনি।
শুক্রবার (১৩ অক্টোবর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় দুই দলের মাঠের লড়াই।
আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন। দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন উইল ইয়াং।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা জয় কিউইদের। অন্যদিকে আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাকিব বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি টাইগাররা।
এই ম্যাচের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে টানা জয় পায় নিউজিল্যান্ড। অন্যদিকে আফগানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে পাত্তায় পায়নি। জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ওয়ানডেতে দুই দলের মোট ৪১ বার দেখা হয়েছে। নিউজিল্যান্ডের ৩০ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ। একটি লড়াইয়ে কোনো ফল আসেনি। বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে অবশ্য কিউইদের একচেটিয়া আধিপত্য। প্রতিবারই হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।