বগুড়ার আদমদীঘিতে চুরির অপবাদ সইতে না পেরে ফিরোজ সরদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কন্দুগ্রাম কাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফিরোজ সরদার কন্দুগ্রাম এলাকার বাচ্চু সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মোবাইল চুরির অভিযোগে ফিরোজ সরদারকে নিয়ে একটি সালিশ বসে। এসময় ফিরোজ সরদার মোবাইল চুরি করেছে বলে তাকে দোষী সাব্যস্ত করে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে মোবাইল যেখান থেকে হারিয়েছে ওই স্থানে পাওয়া যায়। এমন চুরির অপবাদ সইতে না পেরে ফিরোজ সরদার শনিবার সকালে কনো এক সময় নিজ বাড়ীর শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।