সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ফিলিস্তিনে ইহুদিদের আগ্রাসনী হামলায় নির্বিচারে নারী শিশু কে গণহত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাসভা অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব ঈমাম উলামা পরিষদের আয়োজনে আজ রোববার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউন মোড়ে মাওলানা আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এ সময় বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, দখলদার ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে নারি শিশু সহ গণহত্যা চালাচ্ছে । তাদের এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদি পণ্য বর্জনের ঘোষণা দেন এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের সহযোগিতা করার আহবান জানান । প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । পরে ফিলিস্তিনের মুসলিমদের শান্তি কামনা করে দোয়া করা হয়।