muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যাবে : প্রধানমন্ত্রী

নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়।

সোমবার (১৬ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশালের কীর্তনখোলা নদীর তীর স্থায়ী সংরক্ষণসহ ৮০টি সমাপ্ত প্রকল্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পাড় বাঁধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে। জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওড়ের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি।

এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলোর মধ্যে বরিশালে ৫টি, ভোলায় ৭টি, বরগুনায় ১ টি, পিরোজপুরে ১টি সমাপ্ত হওয়া প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পগুলোতে মোট ব্যয় হয়েছে ৩ হাজার ৭৮০ কোটি টাকা। এছাড়া বরিশাল জেলায় আরও ৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৮১৮ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হবে ২০২৭ সালের জুন মাসে।

Tags: