শাহিন নবাব, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত সফল কাউন্সিলর জনাব ইসমাইল হোসেন (ইদু), ১৯৮৮ সাল থেকে ১ নং ওয়ার্ড কাউন্সিলার এর দায়িত্ব পালন করে আসছেন।
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ১৯৬৬ সালে তার জন্ম। কাউন্সিলর জীবনের প্রথম থেকেই তিনি তার এলাকার উন্নয়নের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছেন। তার আমলে তিনি ব্যপক উন্নয়নমূলক কাজ সম্পাদন করেছেন এবং করে যাচ্ছেন বলে তিনি জানান। তিনি মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার মসজিদ উন্নয়ন, স্কুল উন্নয়ন, কলেজ, গার্লস স্কুল সহ সকল প্রকার উন্নয়নমূলক কাজে তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল।
এছাড়া এলাকার প্রায় ২৫০ জন বয়স্ক ভাতার কার্ড প্রদান, ১০০ প্রতিবন্ধী কার্ড, ৫০টি বিধবা ভাতার কার্ড তার মাধ্যমে প্রদান করা হয়। তিনি মুক্তিযোদ্ধার কণ্ঠকে আরো জানান যে, তিনি এই ওয়ার্ডকে কিশোরগঞ্জ শহরে একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসাবে পরিচিতি দিতে চান।
কিশোরগঞ্জ পৌরসভার ১, ২, ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলার মুনতাহা আখতার শাওন। গত পৌরসভা নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার তিনি বিপুল ভোটে এলাকার সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন নিয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
এলাকার সকল উন্নয়নে তিনি জনগণের অংশগ্রহণ প্রত্যাশা করেন। তিনি মনে করেন জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছেন।
সাথে সাথে মাদকমুক্ত সমাজ গড়া সহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদান করার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহন করে যাচ্ছেন। ১ ভাই ৬ বোনের মধ্যে উনি ৫ম সন্তান। তিনি জন্মগ্রহন করেন ১৯৭৭ সালের নভেম্বর মাসে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান