muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পেল বাংলাদেশ। ম্যাচের ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলেও মালদ্বীপের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে মালদ্বীপ।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১তম মিনিটে ফাহিমের বলে হুসাইন শরিফকে বোকা বানিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব। এরপর গোছানো ফুটবলে মালদ্বীপকে ব্যস্ত করে তুলে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে জামাল ভূঁইয়াদের। কিন্তু ওয়ান বাই ওয়ানে দুর্দান্ত সুযোগটি মিস করেন রাকিব।

ম্যাচের ৩৬তম মিনিটে কর্ণার থেকে দলকে সমতায় ফেরান ইব্রাহিম এইমাস। পরে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়নো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে।

ম্যাচের ৪৬ মিনিটে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে বেশ বিপদেই পড়েছিলো বাংলাদেশ। তবে সব শঙ্কা কাটিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

এর আগে, গত ১২ অক্টোবর মালেতে অনুষ্ঠিত দু'দলের প্রথম ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

Tags: