muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

থানা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

থানা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গী থানা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন কুণ্ড। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা ও টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন। তা‌কে কোনো কাজ দি‌লে বল‌তেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Tags: