muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

মাইক্রোসেভিংস পদ্ধতি শক্তিশালী অবস্থান গড়েছে’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চিন্তায় মাইক্রো সেভিংস পদ্ধতি গ্রামীণ পর্যায়ে আজ শক্তিশালী অবস্থান গড়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এটি একটি সফল উদ্ভাবন। যা পৃথিবীর কোনো দেশে নেই। ’

 

রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে রোববার এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ ইফতারের আয়োজন করে।

 

মন্ত্রী বলেন, মাইক্রো সেভিংস পদ্ধতি মানুষকে ঋণগ্রস্ত করবে না, বরং ঋণমুক্ত রাখবে। আর এ প্রকল্পটি  হচ্ছে- একটি বাড়ি একটি খামার।’

 

তিনি আরো বলেন, মাত্র অল্পদিনের মধ্যে ৪০ লাখ সদস্য মাইক্রো সেভিংসের আওতায় এসেছে। এদের মূলধন দুই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। যা বিশ্বের জন্য রোল মডেল।

 

মন্ত্রী আরো বলেন, সরকার ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জরুরি। আর গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সমবায় ভিত্তিক অর্থনীতি একমাত্র হাতিয়ার।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগ সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়।

 

উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলমসহ এলজিআরডি মন্ত্রণালয় ও বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯  -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: