muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঢাকার পাশ্ববর্তী নদীগুলোকে দূষণমুক্ত রাখার তাগিদ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ঢাকার পার্শ্ববর্তী নদীসমূহ দূষণমুক্ত রাখার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। কিভাবে নদী দূষণমুক্ত করা যায় তার জন্য ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করার নির্দেশনাও দেন তিনি।

 

রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীসহ ঢাকার পার্শ্ববর্তী নদীসমূহ দূষণমুক্ত রাখা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে এবং দূষণমুক্ত করতে হবে।

 

তিনি আরো বলেন, কঠিন ও তরল শিল্প বর্জ্য এবং মানব বর্জ্যের কারণে ঢাকার চারপাশের নদীসমূহের পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এসকল বর্জ্যের কারণে নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকাকে ক্লিন সিটি করতে হলে ঢাকার চারপাশের নদীসমূহের পানি দূষণমুক্ত করা অত্যন্ত জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

 

নদীর পানি দূষণমুক্ত, পরিষ্কার, স্বচ্ছ্ব ও ব্যবহার উপযোগী রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী।

 

তিনি বলেন, নদীতে কঠিন বর্জ্য যেন না যায় এবং পরিশোধন ব্যতীত কোনো তরল বর্জ্য প্রবেশ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

 

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯  -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: