চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক যাত্রাবিরতিতে ঢাকায় নেমেছেন। বুধবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী উড়োজাহাজ।
জানা গেছে, রিফুয়েলিং এর জন্য ঢাকায় অবতরণ করেছে লাথাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মধ্যরাতে ঢাকা ছাড়বে চিলির প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি।
এদিকে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে বিমানবন্দরে গেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
Tags: