muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

কুড়িগ্রামে ঘন কুয়াশা, জানান দিচ্ছে শীতের বার্তা

কুড়িগ্রামে ঘন কুয়াশা, জানান দিচ্ছে শীতের বার্তা

বর্ষার প্রলম্বিত পর্যায় শরৎ বিদায় নিয়েছে। পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়ানো ঝলমলে আকাশের গায়ে হেমন্তের শুরুতেই কুয়াশার মলিন স্পর্শ করেছে কুড়িগ্রামেঅ। মধ্যরাত থেকে পড়া এ কুয়াশা থাকছে সকাল ৯টা পর্যন্ত। আর এ কুয়াশা শীতের আভাস দিচ্ছে এ জেলায়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সড়কের যানবাহন, কৃষক ও শ্রমিক।

বৃহস্পতিবার কুড়িগ্রাম ও কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। ২০-২৪ অক্টোবরের মধ্যে জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধারনা করা হচ্ছে বৃষ্টিপাতের পর এ অঞ্চলে শীতের প্রভাব শুরু হবে।

স্থানীয়রা জানান, একসপ্তাহ ধরে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে। তবে কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ কুয়াশা স্থায়ী হচ্ছে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ফলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির শ্রমিক।

সোনাহাট স্থলবন্দরের শ্রমিক কাশেম আলী বলেন, বেশ কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। এই কুয়াশায় স্থলবন্দর যেতে কষ্ট হয়। ভোরবেলা এমন কুয়াশা পড়ে যে চোখে কিছু দেখা যায় না।

কৃষক কেদার এলাকার কৃষক ফারুক মিয়া বলেন, সকালে যে কুয়াশা পড়ে এতে ক্ষেত খামারে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।

একই এলাকার কামাল খন্দকার বলেন, কুয়াশার ধরণ দেখে বোঝা যাচ্ছে এবার আগাম শীত পড়বে। কেননা জীবনে এই প্রথম কার্তিক মাসের শুরুতে এমন কুয়াশা দেখলাম। যদিও ভারী কুয়াশা তবে ঠান্ডা লাগে না।

Tags: