muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাকিবকে ছাড়া ২০ বছর পর বিশ্বকাপ খেলছে বাংলাদেশ

সাকিবকে ছাড়া ২০ বছর পর বিশ্বকাপ খেলছে বাংলাদেশ

সাকিব আল হাসানকে ছাড়া ২০ বছর পর বিশ্বকাপ ক্রিকেট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের চলমান ১৩তম আসরে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। চোটের কারণে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক সাকিব আল হাসানের। প্রায় ১৬ বছর পর ভারতের সঙ্গে আরেকটি ম্যাচে চোটের কারণে দলের বাইরে সাকিব।

মাঝের ১৬ বছরে বিশ্বকাপে বাংলাদেশের সবকটি ম্যাচ খেলেছেন সাকিব। সবশেষ ২০০৩ সালের বিশ্বকাপে সাকিবকে ছাড়া কোনো ম্যাচ খেলেছে বাংলাদেশ। তখনও অভিষেকই হয়নি বাঁহাতি স্পিন অলরাউন্ডারের।

বৃহস্পতিবার পুনেতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯৩ রান করা বাংলাদেশ এরপর মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৬ রানে ইনিংস গুটায় টাইগাররা।

দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার লিটন দাস। ৫১ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের শেষ দিকে ৩৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ রান করেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম।

Tags: