muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

উখিয়ায় ৫১ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৫১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজের মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা যাতে ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করছি।

ওসি জানান, আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নিদিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেয়া হচ্ছে। নিয়মিত এ অভিযানে গত তিন মাসে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Tags: