muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আজ শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপনে আজ বুধবার পর্যন্ত টানা ছয়দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন একপত্রের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। পূজার ছুটি শেষে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা ছয়দিন আমদানি রফতানি ঘোষণা করলেও পূজা উপলক্ষে সরকারি যে ছুটি রয়েছে, সেই ছুটি ব্যতীত বন্দরের ভেতরে আমদানি রফতানিকৃত পণ্যের লোড-আনলোড এবং পণ্য ডেলিভারি দেয়াসহ সকল কার্যক্রম চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোন ছুটি নেই। অন্যান্য দিনেই মতই আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই দুদেশের মধ্যে পাসপোর্টের যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

Tags: