বিনোদন ডেস্কঃ কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। ভাবুন তো আপনার ১ লাখ ১৫ হাজার টাকার ক্যামেরা নিয়ে কয়েকটি সিংহ খেলার পর চিবিয়ে ভেঙে ফেলল। আর আরেকজন সিংহদের এই মজার মুহূর্তের চিত্র ধারণ করলেন অপ্রত্যাশিতভাবে।
হ্যাঁ কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ পার্কে এমনই মজার ও একই সঙ্গে দুঃখজনক ঘটনা ঘটেছে। রিমোর্ট কন্ট্রোল দিয়ে ছবি তোলার জন্য পার্কের এক স্থানে ট্রাইপডে একটি ডিএসএলআর ক্যামেরা স্থাপন করেন একজন পর্যটক চিত্রগ্রাহক। এদিকে এই ক্যামেরা দেখে কৌতুহলী হয়ে ওঠে কয়েকটি সিংহ। তারা ক্যামেরার পাশে সেটি পরীক্ষা করা শুরু করে।
কিন্তু কোনো কূল-কিনারা করতে না পেরে শেষে ক্যামেরাটি চিবিয়ে ভেঙে ফেলে। এদিকে সিংহের ক্যামেরা নিয়ে ছুটোছুটি ও চিবানোর দৃশ্য ধারণ করেন ফেলো চিত্রগ্রাহক থমাস সেলিগ।
নারী সিংহ ও তাদের বাচ্চাদের ১০০ মিটার দূরে ওই ক্যামেরা স্থাপন করা হয়েছিল। প্রথমে দৃশ্যটি দেখে মনে হচ্ছিল মা সিংহটি ক্যামেরার লেন্সের সামনে হাঁটাহাঁটি করা তার বাচ্চাদের ছবি তুলছিল।
কিন্তু যখন মা সিংহ ক্যামেরাটি কামড় দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছিল সৌভাগ্যবশত তখন ছবি তোলার মতো অবস্থানে ছিলেন চিত্রগ্রাহক থমাস সেলিগ। প্রকৌশলী থমাস সেলিগ সাফারি পার্কে এই সময় সিংহের বেশকিছু মজার মজার ছবি তোলেন।
তিনি বলেন, আমি সকালে এই ছবিগুলো তুলি। আমরা দেখছিলাম সিংহগুলো দৌড়াদৌড়ি ও খেলতে শুরু করেছে। যখন সিংহগুলো অদ্ভূত এই বস্তু (ক্যামেরা) দেখতে পায়, তখনই তারা এটার দিকে এগিয়ে আসে। তারা প্রথমে এটার গন্ধ নিতে শুরু করে। এরপর তারা ক্লিক করতে থাকে। আমি কেবলই ভাবছিলাম এটা যন্ত্রটার জন্য ভালো কিছু হবে না। ঠিক তখনই একটি সিংহ ক্যামেরাটি কামড় দিয়ে ধরে। এরপর সে এটা নিয়ে কামড়াতে শুরু করে।’
ফ্রান্সের ওই চিত্রগ্রাহক জানান, এটা সিংহগুলোর জন্য সত্যিই একটি খেলা ছিল। যখন প্রথমে একজন ক্যামেরার ট্রাইপড নিল তখন সবাই এটা নিয়ে খেলতে শুরু করে। তাদের কাছে এটা খুবই মজার ছিল। এরপর একেক সময় একেকজনের মুখে ঘুরতে লাগল ক্যামেরাটি। প্রায় একঘণ্টা ধরে তাদের এই খেলা চলে।
থমাস বলেন, গাড়ির ভেতরের সব লোক হাসাহাসি করছিল, এমনকি ওই ক্যামেরার মালিকও। যিনি এটি স্থাপন করেছিলেন তার জন্য আমার খুব খারাপ লাগছিল। তিনি কখনোই প্রত্যাশা করেননি এমন একটি দৃশ্যের। এটি যেমন হাস্যকর তেমনি দুঃখজনক।