muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতালের কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে অপারেশনের পর একদিন তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Tags: