muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেপ্তার

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেপ্তার

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোনো সংস্থার অর্থ আত্মসাতের কারণে সাজা হলো সে বিষয়ে কিছু জানা যায়নি।

শনিবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা বাজার এলাকার ঢাকা-সখীপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে দুটি মামলা চলছিল। সম্প্রতি আদালত তাকে ওই দুটি মামলায় ৬ মাস করে সাজা দেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোনো সংস্থার বা ব্যক্তির কত টাকার ঋণের কারণে সাজা হলো, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, জাতীয় পার্টির নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tags: