muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্রিকেটারদের ঠিক মত পারিশ্রমিক দিতে না পাড়ায় লজ্জিত বোর্ড

ক্রিড়াডেস্কঃ ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে আবারো ‘লজ্জিত’ বোর্ড। ছয় মাস আগে শেষ হওয়া লিগের পারিশ্রমিক এখনও বুঝে পাননি ক্রিকেটাররা। বলছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কথা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিপিএলের দল সিলেট সুপারস্টার্স ক্রিকেটারদের পারিশ্রমিক এখনও বকেয়া রেখেছে।

 

মিরপুরে বোর্ড সভা শেষে সভাপতি বলেন, ‘বিপিএলের দল সিলেট সুপারস্টার্স ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রেখেছে। বিসিবিরও পাওনা আছে। সব মিলিয়ে তিন চার কোটি টাকার মত পাওনা আছে। বিপিএল শুরুর আগে তারা যে ব্যাংক গ্যারান্টি দিয়েছিল সেটা আমরা ক্যাশ করাতে পারিনি। ওরা একটা জটিলতা সৃষ্টি করেছে। ওদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা করা দরকার সেটা আমরা করব।’

 

এদিকে চলতি ঢাকা লিগ প্রায় শেষ পর্যায়ে। লিগের মাঝপথেই ৬০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ক্লাবগুলোর। কিন্তু অধিকাংশ ক্লাব ৬০ শতাংশ পরিশোধ করেনি। ক্রিকেটারদের পারিশ্রমিক আদায়ে জিরো টলারেন্সে বিসিবি। নিজস্ব কোষাগার থেকে পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। কিন্তু পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি প্রধান।

 

বোর্ড সভাপতি বলেন, ‘প্রিমিয়ার লিগে অনেকগুলো ক্লাব তাদের পেমেন্ট করেনি। তাদেরকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই ৭২ ঘন্টার ভিতরে যদি সবগুলো বোর্ড পেমেন্ট ক্লিয়ার না করে তাহলে বোর্ড নিজস্ব কোষাগার থেকে পেমেন্ট করে দিব। যেসব ক্লাব ডিফল্ট করবে তাদের বিরুদ্ধে যত কঠিন সম্ভব শাস্তির ব্যবস্থা আমরা করব। যদি টিম বাদ দেওয়া সম্ভব হয় আমরা তাই করব। ম্যাক্সিমাম পেনাল্টি দেওয়া যায় সেটাই করব। এই জিনিসটা আমরা প্রতিবছর শুনতে চাই না।’

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯  -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: