muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মিরপুরে অনুশীলনে ব্যস্ত সাকিব

মিরপুরে অনুশীলনে ব্যস্ত সাকিব

ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১৪৯ রানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি সাকিব।

দলের এমন অবস্থায় হঠাৎ করে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে যান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন সাকিব।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর শেরেবাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে সাকিব প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এই টাইগার অধিনায়ক।

গতকাল কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও কথা রয়েছে ব্যাটিং অনুশীলন করার। অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগ করার কথা।

তবে অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম । তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা করছেন তিনি।

Tags: