muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রাসেল হোসেন (২৩ ) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা রাসেল হোসেন উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের আবুল কালামের ছেলে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাসেল হোসেনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রাসেল হোসেনকে আটক ও তার হেফাজতে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা রাসেল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Tags: