ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মামুন ভূঁইয়া (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮অক্টোবর) ভোররাতে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে।
জানা যায়, সকালের দিকে মামুন পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আত্মীয়-স্বজনরা জানায়, মামুন মাদকাসক্ত ছিলেন। তিনি সব সময় নেশায় ডুবে থাকতেন।পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম একজন মাদকাসক্ত।
পারিবারিক ঝামেলা ছিল বলেও শুনেছি।মরদেহ উদ্ধার করে মর্গে হয়েছে। রির্পোট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।