muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিশরের কায়রো- আলেক্স মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারী তথ্য অনুযায়ী কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ১৮ জন পুড়ে গেছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।

রাজধানী কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস একটি পার্ক করা গাড়িকে ধাক্কা দিলে সকালের কুয়াশায় সংঘর্ষটি ঘটে। মরুভূমির সড়কে সংঘর্ষের পর পোড়া যানবাহন থেকে কালো ধোঁয়া বেরুতে দেখা যায়।‌

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক বছরগুলিতে, মিশর তার রাস্তাগুলির সামগ্রিক গুণমান উন্নত করার লক্ষ্যে নতুন রুটের একটি নেটওয়ার্ক তৈরি করেছে।

Tags: