ক্রিড়া ডেস্কঃ বিকেএসপিতে আবাহনীর সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। ২৪ বলে খেলেছিলেন ৫৭ রানের ঝোড়ো ইনিংস।
সেই বিকেএসপিতে আজ আবারও হেসে উঠল সাকিবের ব্যাট।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের চতুর্থ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৫৭ বলে ৬৬ রান করেছেন সাকিব। ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান জাতীয় দলের এই অলরাউন্ডার।
শট খেলছেন সাকিব
এদিন সাকিবের ৬৬ রানের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত ৫৫ বলে ৭৩ ও লিটন দাস ৫১ রান করেছেন। এই তিনজনের ফিফটিতে রূপগঞ্জের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আবাহনী।
শট খেলছেন মোসাদ্দেক
বিকেএসপিতে আগের ম্যাচে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলার দিনে বল হাতে ৫ উইকেট নিয়ে আবাহনীর জয়ের নায়ক ছিলেন সাকিব। আজও বল হাতে জ্বলে উঠতে পারবেন তিনি?
আজ জিতলে শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা রূপগঞ্জকে ধরে ফেলবে আবাহনী। আর রূপগঞ্জ জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।