muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ পৌরসভার ৫, ৬, ৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রতিমা কর এবং তার কিছু কথা…

শাহিন নবাব, নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জ পৌরসভার ৫, ৬, ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিপুল ভোটে বিজয়ী মহিলা কাউন্সিলার প্রতিমা কর ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত তথা আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

উনার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার খরমপট্টি এলাকায় ১৯৫৫ সালে। বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃত্ব দান করার পাশাপাশি উনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত। উনার বর্তমানে কোন নিজস্ব বাসস্থান নেই। একমাত্র মেয়ে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তাকে নিয়ে হারুয়াস্থ ভাড়া বাড়ীতে তিনি অত্যন্ত কষ্টে দারিদ্রতাকে সঙ্গী করে বেঁচে আছেন।

কিন্তু তিনি নিজেকে দুঃখী হিসেবে মানতে নারাজ। তার জীবন তিনি মানুষের সেবায় উৎসর্গ করেছেন। কারও কাছে কোন প্রতিদান আশা করেন না। তিনি শুধু বিশ্বাস করেন মানবসেবাই পরম ধর্ম। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কোন সমস্যায় মানুষ তার কাছে গেলে তিনি সবাইকে হাসিমুখে সাদরে গ্রহণ করেন। তার নেই কোন আভিজাত্য, নেই কোন দাম্ভিকতা। সদা হাস্যোজ্জল মুখে তিনি মুক্তিযোদ্ধার কন্ঠের এই প্রতিবেদককে আপ্যায়ন করতে বিন্দুমাত্র কার্পন্য করেননি।

তিনি জানান তার জন্ম হয়েছে শুধু মানবসেবার জন্য। মানুষের সেবার মধ্য দিয়েই তিনি তার জীবনের পরিসমাপ্তি ঘটাতে চান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান

Tags: