muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে হরতাল-অবরোধের বিরুদ্ধে মঞ্জুর শান্তি সমাবেশ

করিমগঞ্জে হরতাল-অবরোধের বিরুদ্ধে মঞ্জুর শান্তি সমাবেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য ও হরতাল-অবরোধের বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দিলওয়ার হোসেন মঞ্জু।

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দিলওয়ার হোসেন মঞ্জু'র নেতৃত্বে ৩১ অক্টোবর, মঙ্গলবার বিকালে পৌর শহরের থানামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত শান্তি সমাবেশে করে তার সমর্থিত নেতাকর্মীরা।

দিলওয়ার হোসেন মঞ্জু বলেন, সন্ত্রাসীদের জায়গা ঢাকা হয়নি, করিমগঞ্জেও হবে না। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সন্ত্রাসীদের জ্বালাপোড়া ও আন্দোলন প্রতিহত করব।

Tags: