muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিএনপির সহিংসতার ভিডিও সংসদে দেখালেন প্রধানমন্ত্রী

বিএনপির সহিংসতার ভিডিও সংসদে দেখালেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বিএনপির গত ২৮ অক্টোবরের কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী এ ভিডিও দেখান।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ অক্টোবর যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে!

সরকারপ্রধান বলেন, কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে। এ জানোয়ারদের সঙ্গে বসব? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে, তাদের সেটা নেই।

Tags: