muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

যশোরে বোমা হামলায় যুবক নিহত

যশোরে বোমা হামলায় যুবক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জিয়াউর রহমান ফকির(৪০)। তিনি ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতীর উত্তরপাড়ায় মসজিদ মাদ্রাসা বটতলায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোমা তার শরীরে লেগে বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানায়, নিহত জিয়া ফকিরের নামে এলাকায় একটি বাহিনী সক্রিয় ছিল। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। ওই বাহিনিপ্রধান জিয়া দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, কারা হামলা চালিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিচ্ছি।

ওসি আরও বলেন, জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে।

Tags: