কিশোরগঞ্জের ভৈরবে ৪৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ মনির হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ নভেম্বর) ভোরে নাটালের মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনির হোসেন সিলেট জেলার গোয়াইনঘাট থানার ছৈলাখের (অষ্টম খণ্ড) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটালের মোড়ে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১০) তল্লাশি চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে। অভিযানকালে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।