muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমি বায়ুর স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় দেশের খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ দুবিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দুদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

Tags: