muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

ভারত থেকে এলো ৬২ হাজার ডিম

ভারত থেকে এলো ৬২ হাজার ডিম

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম ডিম আমদানি করা হয়েছে। আজ রবিবার বিকালে ভারতীয় একটি মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১ হাজার ৯৫০ পিস (৩ দশমিক ৫ মেট্রিক টন) ডিম আমদানি করা হয়। যার আমদানিকৃত মূল্য ৩ লাখ ২৮ হাজার দুইশ ২০ টাকা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ডিমের চালান নিয়ে একটি গাড়ি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে এ পথে আরও ডিম আসবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা।

আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে ডিমের প্রথম চালানটি বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত ডিমের আমদানি মূল্য ২ হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মূল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।

বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের পণ্য চালানটি যেহেতু জরুরি সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পণ্য চালান পরীক্ষণ করে খালাসের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি রাতেই সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।

Tags: