আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন স্পিন জাদুকর সুনীল নারিন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি। রোববার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার খবর জানিয়েছেন বাভুমা।
আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। তবে যতোটুকু খেলেছেন তাতেই আলো কেড়েছেন। গত চার বছর ধরে তো দেশের জার্সিতে খেলাই হয়নি।
মাত্র ৬ টেস্টেই থেমেছে সুনীল নারিনের সাদা জার্সির ক্যারিয়ার। গত দশ বছরে এই ফরম্যাটে খেলেননি তিনি। সর্বশেষ ওয়ানডেও খেলেছেন ২০১৬ সালে। বিশ্বব্যপী যেই ফরম্যাটের জন্য বিখ্যাত সেই টি-টোয়েন্টিতেও গত ৪ বছরে ডাক পাননি। এবার সিদ্ধান্ত নিয়েই নিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর খেলবেন না তিনি।
বিদায়ী বার্তায় নারিন লিখেছেন,‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলার পর চার বছরের বেশি পেরিয়ে গেছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে কম কথা বলার মানুষ আমি। তবে ব্যক্তিগতভাবে অল্প কিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিভিন্ন সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নারিনের দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও দুপক্ষের কেউই এ ব্যাপারে সরাসরিভাবে কিছু জানায়নি। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন নারিন। ৬ টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলেছেন ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন নারিন।