চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার (৬ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করে যাচ্ছে।
কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে এ সময় পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।