muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ মোহাম্মদ আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: