চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এসময় আরও কয়েকজন আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে শুনেছি। সিএনজিচালিত অটোরিকশায় থাকা সবাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাব।
Tags: