muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের, হাসপাতালে ১৮৯৫

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের, হাসপাতালে ১৮৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪২৫ জন মারা গেলেন।

একই সময়ে ১ হাজার ৮৯৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৫৫৫ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

Tags: