muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আবাহনীর ‘নিউক্লিয়াস’ সাকিব

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে সাকিব আল হাসানকে দলে নেওয়ার পর আবাহনীর এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা জানি আইপিএল খেলার কারণে সাকিবকে লিগের শুরু থেকে পাওয়া যাবে না। কিন্তু ও যখন আসবে তখন দেখবেন আবাহনী ঠিকই চ্যাম্পিয়ন হবে। কারণ সাকিব দলের নিউক্লিয়াস সাকিব।’

 

ঐতিহ্যবাহী ক্লাবটির শীর্ষ কর্মকর্তার কথাই যেন সত্য হল। ‘নিউক্লিয়াস’ হয়ে আবাহনীর প্রাণের সঞ্চার করেছেন সাকিব। আইপিএল খেলে দেশে ফিরেই আবাহনীর জার্সিতে মাঠে নামেন সাকিব। তার আসার আগে আবাহনীর সুপার লিগের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু তার আসার পর আবাহনী একের পর এক ম্যাচ জিতে শেষ পর্যন্ত শিরোপা জয় করে। আবাহনীর ১৮তম ঢাকা লিগের শিরোপা জয়ে সাকিবের ভূমিকা অনন্য। মাত্র আট ম্যাচে সাত ইনিংসে সাকিবের রান ২১০। বল হাতে উইকেট ১৮। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলে কথা। এরকম পারফরম্যান্স তো তারই মানায়।

২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯ টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন হয় আবাহনী। ২০০৯-১০ সালে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে সমর্থ হয়নি ক্লাবটি। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন আবাহনী। মোহামেডানের বিপক্ষে হেরে শিরোপা হারায় আবাহনীর সমর্থকদের তোপে পড়েন সাকিব। সেবার আবাহনীর তাঁবু ছাড়েন বাঁহাতি এ অলরাউন্ডার। এরপর পাঁচ মৌসুমে আবাহনীর হাজারো ডাকে সাড়া দেননি সাকিব।

 

এবার প্লেয়ার ড্রাফটে আবাহনী তাকে দলভুক্ত করে। নিজের নামের প্রতি সুবিচার করে দারুণ খেলে আবাহনীতে তিন মৌসুম পর শিরোপার স্বাদ দিলেন সাকিব। সত্যিই সাকিব দলের ‘নিউক্লিয়াস’।

Tags: