muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফজাল

পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফজাল

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপনির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়। ব্যালট পেপারের মাধ্যমে ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতো।

Tags: