muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

অবরোধের আওতামুক্ত থাকবে শ্যামাপূজা

অবরোধের আওতামুক্ত থাকবে শ্যামাপূজা

দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা উদযাপন হবে রোববার (১২ নভেম্বর)। একই দিন বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে শ্যামাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান আওতামুক্ত থাকবে।

একই সঙ্গে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি যথারীতি অবরোধের আওতামুক্ত থাকবে।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই জানিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হতে যাচ্ছে দেশব্যাপী। বিএনপির পাশাপাশি এক দফা আন্দোলনের অন্য শরিকেরাও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

Tags: