ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন নজির গড়লেন বিরাট কোহলি।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৭টি ফিফটি হাঁকান শচীন-সাকিব। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে শচীন-সাকিবকে ছাড়িয়ে ইতিহাস হড়েন বিরাট কোহলি।
২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার ৫২, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৯৭, ৮৩ রানের ইনিংস খেলেন।
২০১৯ সালের বিশ্বকাপে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় পার করেন সাকিব। তিনি সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন-৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৫১, ৬৬, ৬৪।
বিশ্বকাপের এবারের আসরে ৮৫, ৫৫*, ১০৩*, ৯৫, ৮৮, ১০১*, ৫১ ও ৮৫* রানের ইনিংস খেলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি আটবার পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড গড়েন কোহলি।
বুধবার ৫৯ বল খেলে ৪টি চার আর সমান ছক্কায় ফিফটি পূর্ণ করেন কোহলি। এরিপোর্ট লেখা অবস্থায় ৯১ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৯ রানে অপরাজিত আছেন কোহলি।