মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬ উপলক্ষে সচিবালয়ের ভেতরে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিনামূল্যে নির্যাতনের শিকার নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় ‘ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার’ এর কার্যক্রম ও ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্প পরিচালিত হয়েছে।
‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ এই প্রতিপাদ্যের আলোকে পালিত হয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৬।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে বিভিন্ন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর। এরই অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব সরকার জনগণের দোরগোড়ায় যে সেবা পৌঁছে দিচ্ছে সে ব্যাপারে জনগণকে বেশি করে অবহিত ও সম্পৃক্ত করতে হবে। তিনি সবাইকে জনগণের দোরগোড়ায় সেবা- এই বার্তাটি তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, প্রশাসন হচ্ছে রাষ্ট্রের কর্মে নিযুক্ত এবং যুগোপযোগী, মানসম্পন্ন সেবা দ্রুততার সঙ্গে প্রদানের মাধ্যমে রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সদা সচেষ্ট।
তিনি বলেন, এ বছরে দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এই দিবসে আয়োজিত জনমুখী সেবা কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান