muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ নিষেধ

বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ নিষেধ

বিনা প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে কারও প্রবেশের প্রয়োজন হলে সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট রাখতে বলা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেউ যেন প্রবেশ না করে।’

সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সাংবাদিকরা সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবেন না। সাংবাদিকরা নিজেদের আইডি কার্ড সঙ্গে রাখবেন এবং গাড়ি প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমের স্টিকার ব্যবহার করবেন।’

Tags: