muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

যানজটে ঈদের কেনাকাটায় চরম ভোগান্তি

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ঈদ যত ঘনিয়ে আসছে, রাজধানীর বিপণীবিতানগুলোতে তত বাড়ছে ক্রেতাদের ভিড়। বড় বড় বিপণীবিতানের পাশাপাশি ফুটপাত দখল করে বসেছে বিভিন্ন ধরনের পণ্যের দোকান। সেখানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিপনীবিতানগুলোতে পার্কিং সুবিধা পর্যাপ্ত না থাকায় যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। এসব কারণে বেড়েছে যানজট।

 

রমজানের প্রথম সপ্তাহে রাজধানীজুড়ে ছিল যানজট ও ভোগান্তি। দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ঈদ ঘনিয়ে আসায় কেনাকাটার জন্য রমজানের তৃতীয় সপ্তাহ থেকে ফের শুরু হয়েছে যানজট।

 

শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, শংকর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় মানুষের ঢল নেমেছে ফুটপাতসহ অভিজাত বিপণীপবিতানগুলোতে। এ সময় তীব্র যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে।

 

নিউমার্কেট এলাকায় বেশিরভাগ বিপণীবিতানে পার্কিং সুবিধা না থাকায় রাস্তায় গাড়ি পার্কিং করতে দেখা গেছে। এজন্য থেমে থেমে গাড়ি চলেছে। ফার্মগেট এলাকাতেও একই চিত্র দেখা গেছে।
কেনাকাটা করতে আসা অনেকে অভিযোগ করেছেন, যানজটের কারণে কেনাকাটার আনন্দ কিছুটা কমছে। দিনের বেশিরভাগ সময় গাড়িতে বিরক্তিকর সময় পার করার পর কেনাকাটা উপভোগ করা যাচ্ছে না। এমনকি ভালো পণ্য কিনতে দোকান ঘুরতে ইচ্ছেও করছে না।

 

তারা বলছেন, একদিকে ফুটপাত দখল হয়েছে। অন্যদিকে বড় বড় শপিং মলে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই। এজন্য রাস্তায় গাড়ি পার্কিং করছেন অনেকে। এ ব্যাপারে প্রশাসন কোনো পদেক্ষপ নিচ্ছে না। ফলে যানজটে ভোগান্তি বাড়ছেই।

 

মিরপুর থেকে ৩ ঘণ্টায় কারওয়ান বাজার এসেছেন সোহেল, রানা ও জিহাদ সরকার। তারা বলেন, শুক্রবার রাস্তা ফাঁকা থাকবে ভেবে বাসা থেকে বের হলাম। কিন্তু ৩০ থেকে ৪০ মিনিটের পথ আসলাম তিন ঘণ্টায়। দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে মাঝখানে তিনবার বাস বদল করলাম। প্রতিটা দিন এমন যানজট মানুষ আর সহ্য করতে পারছে না।

 

যানজটের ভয়াবহতার কথা বলেতে গিয়ে মোহাম্মদপুর থেকে আসা নিগার সুলতানা বলেন, রমজানের শুরু থেকেই অসহ্য গরমের পাশাপাশি যানজটের মাত্রা এমন পর্যায়ে গেছে যে, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে ইচ্ছা করে না। আর রোজা রেখে যানজটের ভোগান্তি সহ্য করার ক্ষমতাও মানুষের নেই। চেষ্টা করছি দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় পৌঁছাতে।

 

তিনি আরো বলেন, যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা সঠিকভাবে কাজ করছে না। পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের জন্য যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

 

এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নিগার সুলতানাসহ অন্য ক্রেতারা।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৪ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

 

Tags: