বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আসর চলাকালীন বোর্ডের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়েছিল এ প্রোটিয়া কোচের। এরপর বিসিবি ধরে রাখতে চাইলেও তিনি আর চুক্তি নবায়ন করেননি। দক্ষিণ আফ্রিকায় ফিরে এবার নতুন চাকরিতে যোগ দিয়েছেন ডোনাল্ড।
নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড। তাকে নিয়োগের বিষয়টি শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছে জোহানেসবার্গের ক্লাবটি। একই ক্লাবের প্রধান কোচের দায়িত্বে আছেন টাইগারদের আরেক সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোও।
গত বছরের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ডোনাল্ড। এরপর খুব অল্প সময়ে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন ৫৭ বছর বয়সী এ ক্রিকেট গুরু। তার অধীনে শক্তিশালী পেস বোলিং ইউনিট গড়ে উঠেছিল টাইগারদের। তার হাত ধরে তাসকিন, এবাদত, শরিফুলরা দাপট দেখাচ্ছিল বিশ্ব ক্রিকেটে। আশা ছিল, বিশ্বকাপেও তার শিষ্যরা দারুণ কিছু করে দেখাবে।
কিন্তু প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি তাসকিন-শরিফুলরা। এর মাঝে ম্যাথিউসের ‘টাইমড আউট’ বিতর্কে সাকিবদের বিপক্ষে কথা বলে বিসিবির রোষানলে পড়েছিলেন তিনি। ম্যানেজমেন্টের বৈঠকে হয়েছিল মনোমালিন্যও। তাতে আসর শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দেন তিনি। সে সময় অবশ্য গুঞ্জন ছিল, শ্রীলঙ্কা থেকে প্রস্তাব পেয়েছেন ডোনাল্ড। বিশ্বকাপ শেষে দিলশান মাদুশঙ্কাদের দায়িত্ব নিতে পারেন তিনি। বিসিবির অনেক চেষ্টার পরও চুক্তি নবায়ন না করায় সে গুঞ্জন মেলছিল ডালপালা।
তবে ডোনাল্ড জানিয়েছিলেন, মূলত পরিবারকে সময় দিতে চান বলেই তাসকিন-শরিফুলদের মায়া ছাড়ছেন তিনি। এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন এ পেস বোলিং কোচ। আর নতুন করে দায়িত্বটা নিলেন সেখানে।
কোচিং ক্যারিয়ারের আগে খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য সময় পার করেছিলেন ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট ছিল সাদা বিদ্যুৎ খ্যাত এই পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেট পেয়েছেন এই কিংবদন্তি।